হরতালের প্রতিবাদে আওয়ামীলীগের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২৩

হরতালের প্রতিবাদে আওয়ামীলীগের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

মৌলভীবাজার প্রতিনিধি ॥ সারাদেশে বিএনপির ডাকা হরতাল, অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠন। রোববার ২৯ অক্টোবর শহরের চৌমুনা চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলে মৌলভীবাজার রাজনগর ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রাধা পদ দেব সজল,সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার ভিপি সোয়েব, জেলা যুবলীগের সভাপতি সৈয়দ রেজাউল করিম সুমন সাধারণ সম্পাদক সৈয়দ সেলিম হক সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সরেজমিনে গিয়ে দেখা গেছে সারাদেশে বিএনপি-জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল ঘিরে নাশকতা মোকাবেলায় পুলিশকে সতর্ক অবস্থায় দেখা গেছে। এছাড়াও মৌলভীবাজারে গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পুলিশের বাড়তি উপস্থিতি লক্ষ্য করা গেছে।
অন্যদিকে, বিএনপি-জামায়াতের হরতালে সকল নাশকতা প্রতিহত করতে মাঠে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অবস্থানে দেখা গেছে। তবে হরতালে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের মাঠে তেমন দেখা যায়নি।
অপরদিকে,শহরের অধিকাংশ দোকানপাট খোলা থাকলেও সাধারণ মানুষের উপস্থিত কম। মৌলভীবাজার মডেল থানার ওসি হারুনুর রশিদ জানান জনগণের ঝালমাল রক্ষার্থে আইন-শৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ