আওয়ামীলীগের শান্তি সমাবেশ

প্রকাশিত: ৯:১৮ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২৩

আওয়ামীলীগের শান্তি সমাবেশ

ডায়ালসিলেট ডেস্ক : মৌলভীবাজারের কুলাউড়ায় বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে শান্তি সমাবেশ কর্মসূচি পালন করা হয়েছে।মঙ্গলবার বিকেলে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমানের নেতৃত্বে শহরে শান্তি সমাবেশের মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে পথসভায় মিলিত হয়।

শরিফপুর ইউনিয়নের চেয়ারম্যান খলিলুর রহমান খলিলের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সন্ত্রাসী কার্যকলাপ করে বিএনপি-জামায়াত সারাদেশে যে নৈরাজ্য শুরু করেছে তা অবৈধ। তারা আন্দোলনের নামে গাড়ি ভাঙচুর এবং আগুন দিয়ে দেশের জানমাল নষ্ট করছে। বিএনপি-জামায়াতের সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে দলের সকল নেতাদের সজাগ থাকার আহবান জানান তিনি।উপজেলা মৎস্যজীবী লীগের সদস্য সচিব আবুল মনসুর রাজনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষক লীগের সাধারণ সম্পাদক ফুয়াদ আলম চৌধুরী, ব্রাহ্মণ বাজার আওয়ামী পরিবারের আহবায়ক সাইফুর রহমান শাহীন, উপজেলা ছাত্রলীগ সভাপতি নিয়াজুল তায়েফ প্রমুখ।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ