প্রকাশিত: ১১:৩৭ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২৩
ডায়ালসিলেট ডেস্ক : বিএনপির ডাকা অবরোধ কর্মসূচির প্রথম দিনে সিলেটের দক্ষিণ সুরমায় পুলিশী হেফাজতে যুবদল নেতা জিলু আহমদ দিলুকে হত্যা ও সুনামগঞ্জ জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর শওকতসহ সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে মৌলভীবাজারে যুবদলের হরতাল পালিত হয়েছে।
হরতালের সমর্থনে সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-সিলেট অঞ্চলিক মহাসড়কের গিয়াসনগর বাজার এলাকায় বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে মৌলভীবাজার জেলা যুবদল। বিক্ষোভ মিছিল পরবর্তী পথসভায় যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিলেট বিভাগীয় সহ সভাপতি ও মৌলভীবাজার জেলা সভাপতি জাকির হোসেন উজ্জ্বল’র সভাপতিত্বে বক্তব্য দেন মৌলভীবাজার জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ফয়জুল করিম ময়ুন সহ অন্যান্যরা। যুবদলের ডাকা এই হরতাল কর্মসূচিতে একাত্মতা পোষন করেছে মৌলভীবাজার জেলা বিএনপি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি ও সদর উপজেলা শাখার সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক, সহ সভাপতি আশিক মোশাররফ, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বকসি মিছবাহুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জি এম এ মুক্তাদির রাজু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মারুফ আহমদ, জেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক আব্দুর রহিম রিপন, তোফায়েল আহমদ তুয়েল, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম পিরুন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান, জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক সামাদুজ্জামান, শাহান পারভেজ শিপন, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আমির মোহাম্মদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মামনুন চৌধুরী, যুগ্ম আহবায়ক শাফিয়ুল আহমেদ জুসেফ, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শিবলু আহমদ, জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম বাবলু, পৌর ছাত্রদলের আহবায়ক ইহাম মোজাহিদ প্রমুখ।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech