শ্রীমঙ্গলে জাতীয় যুব দিবসে র‌্যালি, আলোচনা সভা

প্রকাশিত: ১১:৪৩ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২৩

শ্রীমঙ্গলে জাতীয় যুব দিবসে র‌্যালি, আলোচনা সভা

ডায়ালসিলেট ডেস্ক :  স্মার্ট যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধু’র বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রীমঙ্গলে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, যুব ঋনের চেক ও সনদ বিতরন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার সকাল ১১ টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনু্ষ্িঠত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত ছিলেন জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও স্হানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আবদুস শহীদ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী, শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) তাপস চন্দ্র রায় প্রমুখ। শ্রীমঙ্গল উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন এমসিডা’র প্রধান নির্বাহী তহিরুল ইসলাম মিলন, প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি জহর তরপদার, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. কর্ণ চন্দ্র মল্লিক, মুক্তিযোদ্ধা কুমুদ রঞ্জন দেব প্রমুখ। এর আগে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বিভিন্ন সড়ক ঘুরে আবারো উপজেলা পরিষদে এসে শেষ হয়। অনুষ্ঠানে দুইজনকে যুব ঋনের চেক এবং ৩০ জনের মধ্যে প্রশিক্ষণ পরবর্তী সনদপত্র বিতরন করা হয়।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ