ঢাকা-সিলেট মহাসড়কে জামায়াতের অবরোধ

প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২৩

ঢাকা-সিলেট মহাসড়কে জামায়াতের অবরোধ

ডায়াল সিলেট ডেস্ক :: সরকারের পদত্যাগ, কেয়ারটেকার সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ নেতৃবৃন্দের মুক্তির দাবিতে তিন দিনব্যাপী সড়ক, নৌ এবং রেলপথ অবরোধ কর্মসূচির অংশ হিসেবে অবরোধের বুধবার দিবাগত রাতে অবরোধ কর্মসূচি পালন করে মৌলভীবাজার জেলা জামায়াত।

রাতে মৌলভীবাজার শহরের ঢাকা-সিলেট আন্ত: মহাসড়কে বিক্ষোভ মিছিল শুরু হয়। শান্তিপূর্ণ মিছিল সিলেট সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়। মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার সদর উপজেলা সেক্রেটারি দেওয়ান আশিক আর রশিদ চৌধুরী।

সমাবেশে তিনি বলেন, গণতন্ত্র রক্ষার জন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী ৭২ ঘন্টার অবরোধ ডেকেছে। দেশবাসী স্বতঃস্ফুর্তভাবে অবরোধ পালন করছেন। দেশ রক্ষার জন্য আগামী দিন যে কর্মসূচি আসবে সেই কর্মসূচি দেশের সকল জনগনকে সাথে নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী পালন করে যাবে। ইনশাআল্লাহ।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ