প্রকাশিত: ১০:১৭ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২৩
ডায়াল সিলেট ডেস্ক :: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (সন্ধ্যা ৬টার দিকে তার স্বাস্থ্যের অবনতি ও শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় সিসিইউতে নেওয়া হয়। বিএনপির মিডিয়া সেলের সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি ও শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় এভারকেয়ার হাসপাতালের সপ্তম তলা কেবিন (রুম নম্বর-৭২০১) থেমে চতুর্থ তলায় সিসিইউতে (রুম নম্বর-৪২১৯) স্থানান্তর করা হয়েছে। তার মুখে অক্সিজেন পরানো ছিল।
এসময় চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও হাসপাতালের ডিউটি চিকিৎসক উপস্থিত ছিলেন।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech