মৌলভীবাজারে জাতীয় সমবায় দিবস পালিত

প্রকাশিত: ৭:৫৮ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২৩

মৌলভীবাজারে জাতীয় সমবায় দিবস পালিত
সালেহ আহমদ (স’লিপক): “সমবায়ে গড়ছি দেশ,স্মার্ট হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ শনিবার (০৪ নভেম্বর) পালিত হয়েছে জাতীয় ৫২তম জাতীয় সমবায় দিবস-২০২৩। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে গিয়ে শেষ হয় এবং অডিটরিয়াম প্রাঙ্গনে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।পরে মৌলভীবাজার জেলা প্রশাসন, জেলা সমবায় বিভাগ ও জেলা সমবায় ইউনিয়নের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভবিাজার-৩ আসনের সংয়সদ সদস্য নেছার আহমদ।

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান, উপজলো পরষিদ চেয়ারম্যান মো:কামাল হসেনে,অতিরিক্ত পুলিশ সুপার সুর্দশন কুমার রায়, আঞ্চলকি সমবায় ইনস্টটিউিট অধ্যক্ষ-উপনবিন্ধক তোফায়লে আহম্মদ।
স্বাগত বক্তব্য রাখেন জেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ রহিদ উদ্দিন তালুকদার। আলোচনা সভা শেষে পুরষ্কার ও সনদপত্র বিতরন করেন অতিথিরা
0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ