শ্রীমঙ্গলে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের দুই দিনব্যাপী বৃত্তি পরীক্ষা সম্পন্ন

প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২৩

শ্রীমঙ্গলে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের দুই দিনব্যাপী বৃত্তি পরীক্ষা সম্পন্ন

শ্রীমঙ্গল প্রতিনিধি : বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে সারাদেশব্যাপী বৃত্তি পরীক্ষা ২০২৩ শুক্রবার (৩ নভেম্বর) সকাল দশটা থেকে সারাদেশে ১৩৬টি কেন্দ্রে শুরু হয়ে শনিবার (৪ নভেমম্বর) বেলা ১টায় শান্তিপূর্ণ ও সুশঙ্খলভাবে সম্পন্ন হয়েছে।
এবার প্রথম মৌলভীবাজার জেলার
শ্রীমঙ্গল উপজেলার শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কেন্দ্রে বিভিন্ন শ্রেণিতে ১৩১জন শিক্ষার্থী ২০২৩ সালের বৃত্তি পরীক্ষায় অংশ নেন বলে জানিয়েছেন শ্রীমঙ্গল উপজেলা কেন্দ্র প্রধান, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোঃ এহসানুল হক। সরজমিনে বৃত্তি পরীক্ষার কেন্দ্রে গিয়ে দেখা যায় উভয় দিন সকাল ৯টার আগেই কালিঘাট রোডস্থ শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কেন্দ্রে অভিভাবকদের উপচেপড়া ভিড় ছিল। পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন হাজী আব্দুল গফুর স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক তমাল কান্তি ভট্টাচার্য, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মৌলভীবাজার জেলা সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল হান্নান, শ্রীমঙ্গল কিন্ডারগার্টেন শিক্ষক ঐক্যপরিষদের সাধারণ সম্পাদক আলী আহমদ, রোজভিউ মডেল স্কুলের প্রধান শিক্ষক জাফরিন নাহার, দি ইলেট ফুলতলী রহ. কেজি স্কুলের প্রধান শিক্ষক জিয়াউর রহমান, নবযুগ কেজি স্কুলের প্রধান শিক্ষক টিটু সাহা, শিক্ষানুরাগি মোঃ আব্দুল মুমিন প্রমুখ। কেন্দ্র পরিদর্শকের দায়িত্ব পালন করেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের সহকারী প্রধান শিক্ষক আশিকুর রহমান চৌধুরী, মোঃ আফসার মিয়া, মুহিন উদ্দিন, তাসলিমা জান্নাত চৈতি, ফেরদৌসি করিম, জয়া রবি দাশ,
মুক্তি কানু গুপ্তা, শর্মি সূত্রধর,
দি এক্সপার্ট কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক আব্দুল্লাহ আল ফয়সল, মাশহুরা জসিম মিতা নুর, চাইল্ড কেয়ার এডুকেশন সেন্টারের শিক্ষক শিল্পী পাল, দিলদার হোসেন, পম্পা পাল, রোজভিউ মডেল স্কুলের শিক্ষক পুনম বারই, পারভিন আক্তার। শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মৌলভীবাজার জেলা সভাপিত মোঃ এহসানুল হক জানান, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে শুক্রবার (৩ নভেম্বর) সকাল দশটা থেকে সারাদেশে ১৩৬টি কেন্দ্রে দুই দিনব্যাপী বৃত্তি পরীক্ষা ২০২৩ শুরু হয়ে শনিবার সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কেন্দ্রে ১৩১জন, জুড়ী উপজেলার জুড়ী মডেল একাডেমি কেন্দ্রে ১৯০জন এবং রাজনগর উপজেলার রাজনগর আইডিয়েল হাইস্কুল কেন্দ্রে ২৪০জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। মৌলভীবাজার জেলায় ৩টি কেন্দ্রে মোট ৫৬১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এবারের পরীক্ষায় সারাদেশ থেকে মোট ১৩৬টি কেন্দ্রে ৬৪০৪২ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন বলেও সংগঠন সুত্রে জানা যায়।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ