ঢাকা ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
রাজদিঘীরপার বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্নঃ জগলুর সভাপতি ও জুবের সাধারণ সম্পাদক
প্রকাশিত: ১০:২৮ পূর্বাহ্ণ, নভেম্বর ৫, ২০২৩
সালেহ আহমদ (স’লিপক): মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বৃন্দাবনপুর রাজদিঘীরপার বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে।
শনিবার (৪ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত রাজদিঘীরপার বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সভাপতি পদে জগলুর রহমান চকদার ছাতা প্রতীকে ১৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সমুজ মিয়া আনারস প্রতীকে ৭৩ ভোট পান। সিলিং ফ্যান প্রতীকে ১১১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জুবের আহমদ চৌধুরী। নিকটতম প্রতিদ্বন্দ্বী সজিদ মিয়া মোরগ প্রতীকে পান ৯৪ ভোট।
এছাড়া সহ-সভাপতি পদে মখলিছ মিয়া (মোটরসাইকেল) প্রতীকে ১০৮ ভোট, সহ সাধারণ সম্পাদক পদে সিরাজ উদ্দিন (বই) প্রতীকে ১০৮ ভোট, কোষাধ্যক্ষ পদে রুকন মিয়া (হরিন) প্রতীকে ১০৬ ভোট, প্রচার সম্পাদক পদে মখদ্দুছ মিয়া (বাইসাইকেল) প্রতীকে ১০৮ ভোট, সদস্য পদে আনোয়ার খান (মাছ) প্রতীকে ১৪৭ ভোট, জুলহাস মিয়া (জগ) প্রতীকে ১৩৯ ভোট, করিম মিয়া (আম) প্রতীকে ১২৯ ভোট, তামজিদ আহমদ (ডাব) প্রতীকে ১২৬ ভোট, আব্দুল্লাহ মিয়া (হাস) প্রতীকে ১২৪ ভোট পেয়ে নির্বাচিত হন।