মহান বিজয় দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

প্রকাশিত: ১১:৪৭ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২৩

মহান বিজয় দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

ডায়াল সিলেট ডেস্ক ::  মৌলভীবাজারে মহান বিজয় দিবস-২০২৩ইং জেলা পর্যায়ে যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্টিত হয়েছে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আজ ৬ নভেম্বর সকাল ১১ঘটিকায়। মৌলভীবাজার জেলা প্রশাসক ড.উর্মি বিনতে সালাম এর সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান এর সঞ্চালনায় আয়োজিত প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন- মৌলভীবাজার জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, পৌর মেয়র ফজলুর রহমান, স্থানীয় সরকার উপপরিচালক মল্লিকা দে, মৌলভীবাজার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, সাবেক জেলা কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা মোঃ জামাল উদ্দিন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ হাবিবুর রহমান, জেলা তথ্য অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেন, মৌলভীবাজার বিআরটিএ সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ হাবিবুর রহমান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ জসিম উদ্দীন, বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব ও চ্যানেল এস‘র হেড অব নিউজ খালেদ চৌধুরী, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব ও দুর্ণীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মশাহিদ আহমদ। সভায় জেল সুপার, রাজনৈতিক ব্যক্তিত্ব, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, আবাসিক মেডিকেল অফিসার, উপ-বিভাগীয় প্রকৌশলী, গণপূর্ত বিভাগ, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী, এলজিডি, প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমের প্রতিনিধি, বিভিন্ন দপ্তর প্রধান উপস্থিত ছিলেন।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ