মৌলভীবাজার-৩ আসনে এমপি আশাপ্রকাশ করেন আওয়ামী লীগ নেতা কামাল

প্রকাশিত: ১০:৪৪ পূর্বাহ্ণ, নভেম্বর ৬, ২০২৩

মৌলভীবাজার-৩ আসনে এমপি  আশাপ্রকাশ করেন আওয়ামী লীগ নেতা কামাল

ডায়াল সিলেট ডেস্ক ::  বর্তমান মৌলভীবাজার সদর উপজেলা চেয়ারম্যান মো. কামাল হোসেন নিজের প্রার্থীতার কথা জানিয়েছেন। এক সময়ের তুখোড় এই ছাত্রনেতা আরও বৃহত্তর পরিসরে তিনি জনগণের সেবা করতে চান বলে জানান।

তিনি জানান, ছাত্র রাজনীতি করার সময় থেকেই প্রত্যন্ত অঞ্চলের মানুষের সাথে তার সখ্যতা গড়ে ওঠে। তিনি নিজ এলাকার মানুষের সুখে দুঃখে জড়িয়ে পড়েন। তাঁর ফলশ্রুতিতে তিনি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন।এরপর তিনি দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ছয়বারের সফল সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।১৯৯৩ সাল থেকে ১৯৯৮ সাল পর্যন্ত মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সভাপতি, ২০১২ সালে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং বতর্মানে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।মিষ্টভাষী ও যেকোন প্লাটফর্মে অনর্গল বক্তা হিসেবে সারা সিলেট বিভাগে পরিচিত এই জনপ্রতিনিধি ও রাজনীতিবিদ  বলেন, ‘আমি ইউনিয়ন থেকে শুরু করে উপজেলা চেয়ারম্যান হিসেবে মানুষের সাথে কাজ করছি। সাধারণ মানুষ আমার উপর ভরসা রাখে, আস্থা রাখে। বর্তমানে কাজ করতে গিয়ে দেখেছি মানুষ আমাকে আরও ভালো অবস্থানে দেখতে চায়। যাতে আমি এলাকার উন্নয়নসহ সর্বক্ষেত্রে মানুষের জন্য কাজ করতে পারি।’ এখন জনগনের সেবাই আমার একমাত্র ব্রত। তাই জনগনের সেবা করতে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আমি মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) আসনে সংসদ সদস্য হিসেবে প্রার্থী হবো বলে আশাপ্রকাশ করছি।’ তবে দলের যেকোন সিদ্ধান্ত মেনে নেওয়ার কথাও উল্লেখ করেন কামাল হোসেন।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ