অবরোধ ঠেকাতে মাঠে এস এম জাকির

প্রকাশিত: ৯:৩১ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২৩

অবরোধ ঠেকাতে মাঠে এস এম জাকির

ডায়াল সিলেট ডেস্ক :: বিএনপি জামায়াতের ডাকা অবরোধ ও অবরোধের নামে নাশকতা ঠেকাতে মৌলভীবাজারের জুড়ীতে অবস্থান কর্মসূচী ও শান্তি মিছিল করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত দলীয় নেতাকর্মী ও তার সমর্থকদের সাথে নিয়ে উপজেলা শহরে শান্তি মিছিল করেন। পরে ভবানীগঞ্জ বাজারস্থ নিউমার্কেটের সামনে ও বীরমুক্তিযোদ্ধা এম. এ মুমীত আসুক চত্বরে সড়কের পাশে অবস্থান কর্মসূচী পালন করেন তিনি। সরকার পতনের এক দফা দাবীতে বিএনপি-জামায়াতের ডাকা দেশব্যাপী দ্বিতীয়দফা অবরোধ কর্মসূচীর ২য় দিন সোমবার জুড়ীতে অবস্থান কর্মসূচী ও শান্তি মিছিল অনুষ্টিত হয়। এসময় বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন ছাড়াও উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক কিশোর রায় চৌধুরী মনি, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক চন্দন কুমার দাস, দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক কামরুল হাসান নোমান, শিক্ষা ও পাঠাগার সম্পাদক ফয়সল মাহমুদ, সাগরনাল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সানাউল ইসলাম চৌধুরী শাওন, উপজেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল জব্বার, সহ-সভাপতি রাজু আহমদ, সাধারণ সম্পাদক দুদুল মিয়া, শ্রমিক নেতা আব্দুস সহিদ, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হুমায়ুন রশীদ রাজী, সাংগঠনিক সম্পাদক ফয়সল আহমদ, প্রচার সম্পাদক মো: বেলাল হোসাইন, যুবলীগ  নেতা কয়ছর আহমদ, জাহিদুল ইসলাম, জুড়ী উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক সাহাব উদ্দিন সামসু, সাইদুর রহমান, জুড়ী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এ আর সাজেদ, মাছুম আলী মজুমদার প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

0Shares