ঢাকায় ১০ দিনে বিএনপির ১৬৩৬ নেতাকর্মী গ্রেফতার

প্রকাশিত: ৩:৩৮ পূর্বাহ্ণ, নভেম্বর ৮, ২০২৩

ঢাকায় ১০ দিনে বিএনপির ১৬৩৬ নেতাকর্মী গ্রেফতার

ডায়াল সিলেট ডেস্ক :: বিএনপি মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ হয়। পরে দলটির ডাকা হরতাল ও অবরোধে গাড়ি ভাঙচুরসহ অগ্নিসংযোগের ঘটনায় গত ২৮ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত দশদিনে বিএনপির এক হাজার ৬৩৬ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এছাড়া গত দশদিনে রাজধানীতে মোট মামলা হয়েছে ১১২টি।

 

মঙ্গলবার সন্ধ্যায় এ তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনসের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি।

কে এন রায় নিয়তি বলেন, রাজধানীতে গত ২৮ অক্টোবর একদিনে গ্রেফতার হয়েছিল ৬৯৬ জন, ২৯ অক্টোবর ২৫৬ জন, ৩০ অক্টোবর ১৪১ জন, ১ নভেম্বর ৯৬ জন, ২ নভেম্বর ৬০ জন, ৩ নভেম্বর ৫৮ জন, ৪ নভেম্বর ৩৭ জন, ৫ নভেম্বর ৫২ জন এবং সর্বশেষ ৬ নভেম্বর ৮২ জনকে গ্রেফতার করেছে ডিএমপি। মোট দশদিনে গ্রেফতারের সংখ্যা ১৬৩৬ জন।

 

গত ২৮ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত রমনা বিভাগে মামলা হয়েছে ১২টি, লালবাগে আটটি, মতিঝিলে ৩৫টি, ওয়ারীতে ১৬টি, তেজগাঁওয়ে ছয়টি, মিরপুরে ২০টি, গুলশানে ১১টি এবং উত্তরা বিভাগে মামলা হয়েছে চারটি।

 

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ