বড়লেখায় ৭০ শিক্ষকের বেতন-ভাতা বন্ধ, স্কুলে তালা : ভেস্তে যাচ্ছে শিক্ষা কার্যক্রম

প্রকাশিত: ১০:৫৩ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২৩

ডায়াল সিলেট ডেস্ক : মৌলভীবাজারের বড়লেখায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রামের (উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম) ৭০ জন শিক্ষক ৪ মাস ধরে বেতন-ভাতা পাচ্ছেন না। এতে তারা মানবেতর জীবন যাপন করছেন। এছাড়া দীর্ঘদিন ভাড়া না পাওয়ায় পাঠদানের ঘরের মালিকরা বেশ কয়েকটি প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দিয়েছেন। এই অবস্থায় পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে। এতে শিশুদের ঝরেপড়া রোধে সরকারের চালু করা প্রকল্পের উদ্দেশ্য ভেস্তে যাচ্ছে।এ ব্যাপারে ভুক্তভোগী শিক্ষকরা সম্প্রতি প্রোগ্রাম বাস্তবায়নকারী এনজিও সংস্থা ইউইআরডি’র নির্বাহী পরিচালক রবীন্দ্র চন্দ্র রায়ের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ