বড়লেখা বিএনপির সম্পাদক কারাগারে

প্রকাশিত: ১০:৫৫ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২৩

ডায়াল সিলেট ডেস্ক : বড়লেখা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরুকে বুধবার ভোরে পুলিশ গ্রেফতার করেছে। বিকেলে আদালতের মাধ্যমে পুলিশ তাকে কারাগারে পাঠিয়েছে।জানা গেছে, বড়লেখা থানায় সেপ্টেম্বর মাসের পুলিশের দায়ের করা একটি মামলায় বড়লেখা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য মুজিবুর রহমান খছরুকে মঙ্গলবার রাত ১২টার দিকে গাজিটেকা এলাকা থেকে পুলিশ গ্রেফতার করে।থানার ওসি মো. ইয়ারদৌস হাসান জানান, বড়লেখা থানার একটি পুলিশ অ্যাসল্ট মামলায় তাকে গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

0Shares