রোপা আমন ধানের বাম্পার ফলন

প্রকাশিত: ১০:৫৯ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২৩

রোপা আমন ধানের বাম্পার ফলন

ডায়াল সিলেট ডেস্ক ::  বুধবার (৮ নভেম্বর) সরেজমিনে শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, মাঠের পর মাঠ জুড়ে সোনালি আমন ধান ফলেছে। আমন ধান কেটে বাড়ির আঙিনায় আনার কাজও শুরু করেছেন অনেক কৃষক। আগামী দুই সপ্তাহের মধ্যেই পুরো উপজেলায় ধান কাটা শেষ হবে বলে কৃষকরা জানা । এরপর ধান মাড়াই শেষ হলে কৃষকদের ঘরে ঘরে নবান্নের উৎসব শুরু হবে। এবার আমন ধান উৎপাদনে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে মনে করছেন চাষিরা। বাজারে চালের দাম চড়া থাকায় এবার লাভও বেশি হবে বলে আশা করছেন কৃষকেরা।

সিন্দুরখান ইউনিয়নের সাইটুলা গ্রামের কৃষক ফজর মিয়া (৪৮) বলেন,  আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে রোপা আমন ধানের বাম্পার ফলন পেয়েছি। পোকার আক্রমণে কিছুটা ক্ষতি হলেও এত বেশি ফলন হবে সেটা কল্পনাও করতে পারিনি। পাকা ধান কাটা শুরু করতে খুব ভালো লাগছে।

আশিদ্রোন ইউনিয়নের টিকরিয়া গ্রামের কৃষক মতিন মিয়া জানান, তিনি ৬ একর জমিতে আমন ধান চাষ করেছেন। দুই একরে চিনিগুড়া ও চার একরে রঞ্জিত জাত। বিগত কয়েক বছরের তুলনায় এবার অনেক ভালো ফলন হয়েছে। প্রায় ১০ টন ধান ঘরে তুলতে পারবেন বলে তিনি আশাবাদি।

উপজেলার আশিদ্রোন ইউনিয়নের খোশবাস গ্রামের কৃষক শাকির আহম্মেদ বলেন, আমি চার একর জমিতে তিন জাতের আমন ধান রোপন করেছিলাম। আলহামদুলিল্লাহ, এবছর ফলন খুব ভালো হয়েছে। দুই সপ্তাহ পর ধান কাটা শুরু করবো। সবমিলে দেড়শ মনের বেশি ধান পবো বলে আশা করছি।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ