সিলেটে শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১১:০৫ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২৩

সিলেটে শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত
সালেহ আহমদ (স’লিপক): সমাজকল্যাণ মন্ত্রণালয়ের শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট মৈত্রী এর উদ্যোগে প্রতিবন্ধীদের তৈরি পণ্য সিলেট বিভাগে বাজারজাত করণের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকাল ৪টায় সিলেট নগরীর বাগবাড়ি সমাজসেবা মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আব্দুর রফিক।
মতবিনিময় সভায় মুক্তা পানি, প্রতিবন্ধীদের তৈরি প্লাস্টিক জাতীয় দ্রব্যসহ বিভিন্ন পণ্য বাজারজাত করণে সিলেটের সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতা কামনা করা হয়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজিম উদ্দিন, মোহাম্মদ রফিকুল হক, রেজিষ্ট্রেশন অফিসার মোঃ আবু ইউসুফ, শহর সমাজসেবা অফিসার আব্দুল্লাহ আল জুবায়ের, সিলেট বধির সংঘের সভাপতি সিনিয়র সাংবাদিক হাজী এম. আহমদ আলী, মৈত্রীর মাঠকর্মী সুবল দাস, মোঃ জাহের উদ্দিন, ওসমান গনি প্রমুখ।
প্রধান অতিথি মোঃ আব্দুর রফিক বলেন, প্রতিবন্ধীদের তৈরি পণ্য বাজারজাত করণে সকলের সহযোগীতা দরকার। এ ব্যাপারে মন্ত্রণালয়েরও দিকনির্দেশনা রয়েছে।
0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ