প্রকাশিত: ৬:৩৩ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২৩
ডায়াল সিলেট ডেস্ক :: সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, নারীদের উন্নয়নে সকলকে এক সাথে মিলেমিশে কাজ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নারী উদ্যোক্তাদের জন্য কাজ করে যাচ্ছেন। বিভিন্ন ধরনের প্রকল্পের মাধ্যমে তাদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখছেন তিনি।
নারী-পুরুষের সমান অংশগ্রহণ ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। আর দেশের উন্নয়ন নিশ্চিত করতে নারীর মর্যাদা ও ক্ষমতায়নে অগ্রগামী শেখ হাসিনার সরকার। সরকারের কার্যকরী বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার ফলে অগ্রগামী অবস্থানে অবস্থান করছেন নারীরা। প্রশিক্ষণের সুযোগ করে দেওয়ার ফলে নারীরা ছেলেদের সাথে সমান্তরালে অনলাইন মার্কেট প্লেসে কাজ করে অর্থ উপার্জন করছেন। দেশের অর্থনৈতিক বুনিয়াদকে সুসংহত করছেন। এখন আর পুঠিয়ার মহিমার মত কোনো নারীকে আর দুর্ভাগ্য বরণ করতে হয় না। বঙ্গবন্ধুর অসমাপ্ত স্বপ্ন পূরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন জননেত্রী শেখ হাসিনা। দেশের উন্নয়নে পুরুষের পাশাপাশি নারীদের অংশগ্রহণ আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে দূর্বার গতিতে। এ ধরনের আয়োজন নারীদেরকে আরও এগিয়ে নিয়ে যাবে।
পরিশেষে তিনি সিলেট উইন্টার ফ্যাস্টিভাল আয়োজক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। পাশাপাশি এ ধরনের আয়োজন সবসময় অব্যাহত রাখার আহবান জানান এবং সিসিকের পক্ষ থেকে সব ধরনের সুযোগ-সুবিধা দেয়ারও আশ্বাস প্রদান করেন মেয়র।
বৃহস্পতিবার রাতে নাফিস শামস তিয়াস ও নাজিয়া চৌধুরীর আয়োজনে নগরীর পাঠাটুলাস্থ খান প্যালেস কনভেশন হলে তিনদিনব্যাপী সিলেট উইন্টার ফ্যাস্টিভালের উদ্বোধনী দিনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলার প্রধান সরকারি কৌঁসুলী (জিপি) অ্যাডভোকেট মো. রাজ উদ্দিন, সীমান্তিকের চেয়ারম্যান শামীম আহমদ, ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আফতাব হোসেন খান, সময় টিভি সিলেটের ব্যুরো প্রধান ইকরামুল কবির ইকু, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল, খান প্যালেস কনভেনশন হলের চেয়ারম্যান মেহেদী হাসান খান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এস এম ইংলিশ একাডেমির সিইও ফখরুল খান ও এমএফটি হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা. কাজী আরিফ উল্লাহ প্রমুখ।
ফ্যাস্টিভালটি চলবে ১১ নভেম্বর সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত।
Address: 4th floor, Kaniz Plaza, Zindabazar, Sylhet 3100
isleworth, London. UK Mobile : +447438548379
Editor & Publisher : - Sohel Ahmed
Design and developed by AshrafTech