ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে রাজনগরের তারাপাশায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

প্রকাশিত: ৪:২২ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২৩

ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে রাজনগরের তারাপাশায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
সালেহ আহমদ (স’লিপক): সন্ত্রাসবাদী ইসরায়েলি বাহিনী কর্তৃক ফিলিস্তিনে বর্বর হামলা ও গণহত্যার প্রতিবাদে মৌলভীবাজারের রাজনগর উপজেলার ৭নং কামারচাক ইউনিয়নের সকল মুসলিম জনতার আয়োজনে তারাপাশা বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ নভেম্বর) তারাপাশা বাজার চৌমুহনায় প্রতিবাদ সভা শেষে বাজারের প্রধান সড়কগুলোতে বিক্ষোভ মিছিল প্রদক্ষিণ করে।
মুহাম্মদ শিহাব উদ্দিন সাঈফী’র সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন রাজনগর উপজেলার কমারচাক ইনিয়ন চেয়ারম্যান মোঃ আতাউর রহমান, মাওলানা শাহ্ আলাউদ্দিন ফারুকী, মাওলানা সাদিকুর রহমান, মাওলানা ওলীউর রহমান, মাওলানা আব্দুল হক, মাওলানা ডাক্তার ইলিয়াছুর রহমান, মাওলানা মখলিছুর রহমান, ৬নং ওয়ার্ড মেম্বার মোঃ মখলিছুর রহমান, মাওলানা জোবায়ের, মাওলানা সাইফুল ইসলাম সোহান, মাওলানা মিলাদ, মাওলানা হাবিব, মুকিদ আহমদ, আবু খাঁন, রায়হান আহমদ, আবুল কাশেম খাঁন, মামুন আহমদ, মোঃ আলি আকবর, মোঃ শিপন প্রমুখ।
প্রতিবাদ সভায় অবিলম্বে ফিলিস্তিনি মজলুম মুসলমানদের ওপর সন্ত্রাসী হামলা বন্ধে বিশ্ব নেতাদের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা বলেন, আমরা মুসলিম জাতির প্রথম কিবলা ফিলিস্তিনে অবস্থিত মসজিদুল আকসা। ইসরায়েলের সন্ত্রাসী ইহুদি নাফরমান’রা দখল করার উদ্দেশ্যে হাজার হাজার ফিলিস্তিনি নারী পুরুষ শিশুদেরকে হত্যা করছে। এসব বর্বর হামলা’র প্রতিবাদ ও নিন্দা জানাই।
0Shares