কাশ্মীরের ডাল লেকে নৌকায় আগুন, ৩ বাংলাদেশি পর্যটকের মৃত্যু

প্রকাশিত: ৬:৫৬ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২৩

কাশ্মীরের ডাল লেকে নৌকায় আগুন, ৩ বাংলাদেশি পর্যটকের মৃত্যু

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগরে বিখ্যাত ডাল লেকে নৌকায় অগ্নিকাণ্ডে তিন বাংলাদেশি পর্যটকের মৃত্যু হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, অগ্নিকাণ্ডে কয়েকটি নৌকা পুড়ে ভস্মিভূত হওয়ার কয়েক ঘণ্টা পর মৃতদেহগুলো উদ্ধার করা হয়। আজ শনিবার সকালের দিকে আগুন লাগে।

ওই তিন বাংলাদেশি সাফিনা নামের একটি হাউসবোটে অবস্থান করছিলেন। নৌকাটি পুরোপুরি পুড়ে গেছে।

পুলিশ জানিয়েছে, ডাল লেকের ৯ নম্বর ঘাটে একটি হাউসবোটে প্রথমে আগুন লাগে। দ্রুতই পাশের নৌকাগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। কমপক্ষে পাঁচটি হাউসবোট ধ্বংস হয়ে গেছে। বেশ কয়েকজন আহত হয়েছেন।

তবে এই অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি।

 

0Shares