নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবি বাম জোটের

প্রকাশিত: ১১:৫১ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২৩

নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবি বাম জোটের

ডায়াল সিলেট ডেস্ক ::সংঘাত-সংঘর্ষ, দমন-পীড়ন, গ্রেফতার বন্ধ করে অবিলম্বে  পদত্যাগের ঘোষণা দেওয়া, নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন এবং অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্যের উর্ধগতি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে বাম গণতান্ত্রিক জোট মৌলভীবাজার জেলা শাখার বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত। অদ্য ১১ নভেম্বর ২০২৩ শনিবার বিকাল ৪:৩০টায় মৌলভীবাজার চৌমুহনা চত্বরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট নিলিমেষ ঘোষ বলুর সভাপতিত্বে এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মৌলভীবাজার জেলা সদস্য বিশ্বজিৎ নন্দীর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন বাসদ মৌলভীবাজার জেলা সদস্য এডভোকেট আবুল হাসান, বাংলাদেশ কৃষক সমিতির প্রবীণ কৃষক নেতা এনামুল হক, সিপিবি জেলা কমিটির সদস্য ও বাংলাদেশ যুব ইউনিয়ন জেলা সভাপতি আবু রেজা সিদ্দিকী ইমন, বাসদ মৌলভীবাজার জেলা সদস্য রেহনোমা রুবাইয়াৎ। সমাবেশে উপস্থিত ছিলেন সিপিবি জেলা কমিটির সহকারী সাধারণ সম্পাদক এডভোকেট মাসুক মিয়া, সম্পাদকমণ্ডলীর সদস্য জহরলাল দত্ত,  কৃষক সমিতি জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সুজিত দেবনাথ,  সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা শাখার সাধারণ সম্পাদক রাজিব সূত্রধরসহ বাসদ এবং সিপিবির নেতৃবৃন্দ।

0Shares