বড়লেখায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক বিতরণ

প্রকাশিত: ১১:৫২ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২৩

বড়লেখায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক বিতরণ

বড়লেখা প্রতিনিধি: বড়লেখায় বন্যায় ক্ষতিগ্রস্থ নিম্ন আয়ের ৫০ জন দরিদ্র মানুষের ঘরবাড়ি মেরামত ও সংস্কারের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে প্রাপ্ত ৫ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন এমপি। একই অনুষ্ঠানে তিনি উপজেলার ক্যান্সার আক্রান্ত দুইজন রোগীর (প্রতিস্থাপিত) চিকিৎসার জন্য জনপ্রতি ৫০ হাজার টাকা হারে ১ লাখ টাকার সহায়তার চেক বিতরণ করেন।

ইউএনও সুনজিত কুমার চন্দের সভাপতিত্বে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উবায়েদ উল্লাহ খান ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন মন্ত্রীর একান্ত সচিব (যুগ্ম সচিব) মো. আখতার উজ-জামান, বড়লেখা উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল লতিফ, ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ