প্রকাশিত: ৪:৫০ পূর্বাহ্ণ, নভেম্বর ১২, ২০২৩
আন্তর্জাতিক ডেস্ক :: যুক্তরাজ্যের লন্ডনে ফিলিস্তিনিদের পক্ষে ৩ লাখ মানুষ বিক্ষোভ মিছিল করেছেন। শনিবার (১১ নভেম্বর) হায়ডে পার্ক থেকে মিছিল করে ভক্সহলের নাইন এলমসের কাছে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস পর্যন্ত যান তারা।
লন্ডনের মেট্রোপলিটন পুলিশ নিশ্চিত করেছে, ফিলিস্তিনিদের পক্ষে হওয়া এ মিছিলে ৩ লাখ মানুষ অংশ নিয়েছিলেন। যারা সবাই গাজায় তাৎক্ষণিক যুদ্ধবিরতির দাবি জানিয়েছেন।
ফিলিস্তিনপন্থি এ মিছিলে ঝামেলা করতে চেয়েছিল যুক্তরাজ্যের উগ্রডানপন্থি কিছু দলের সমর্থকরা। ঝামেলা এড়াতে উগ্রপন্থিদের কয়েকজনকে আটক করে পুলিশ।
তবে এ মিছিলে সশস্ত্র গোষ্ঠী হামাসের পক্ষে কয়েকজন ব্যক্তিকে স্লোগান দিতে শোনা যায়। এছাড়া দুজন হামাসের যোদ্ধাদের সাজে এতে অংশ নেন। লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, যারা হামাসের সাজে মিছিলে যোগ দিয়েছিলেন তাদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা হবে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গত ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরুর পর— আজ শনিবার লন্ডনে ফিলিস্তিনের পক্ষে সবচেয়ে বড় মিছিল দেখা গেছে। গত এক মাস ধরে যুক্তরাজ্যের লন্ডনসহ বিশ্বের সব বড় শহরগুলোতে ইসরায়েলের পক্ষে মিছিলসহ বিভিন্ন কার্যক্রম দেখা যাচ্ছে।
৭ অক্টোবর ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতি লক্ষ্য করে হামলা চালায় হামাস। ওই হামলার প্রতিশোধ নিতে গাজায় ইসরায়েলিরা হামলা চালানো শুরু করে। ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলায় এখন পর্যন্ত ১১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন কমপক্ষে ৩০ হাজার মানুষ। যুদ্ধের কারণে বাস্তুহীন হয়ে পড়েছেন গাজার লাখ লাখ বাসিন্দা।
-সূত্র: বিবিসি
Address: 4th floor, Kaniz Plaza, Zindabazar, Sylhet 3100
isleworth, London. UK Mobile : +447438548379
Editor & Publisher : - Sohel Ahmed
Design and developed by AshrafTech