মৌলভীবাজারের মাসিক শ্রী গৌরবাণী সম্পাদক এড. কিশোরী পদ দেব শ্যামল আর নেই

প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৩

মৌলভীবাজারের মাসিক শ্রী গৌরবাণী সম্পাদক এড. কিশোরী পদ দেব শ্যামল আর নেই
সালেহ আহমদ (স’লিপক): মৌলভীবাজারের প্রতিথযশা সিনিয়র আইনজীবী লেখক, গবেষক, মাসিক শ্রী গৌরবাণী সম্পাদক কবি এড. কিশোরী পদ দেব শ্যামল আর নেই।
তিনি রবিবার (১২ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৫৩ মিনিটের সময় মৌলভীবাজার লাইফ লাইন হসপিটালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে এবং আত্মীয়-স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর শেষ কৃত্যানুষ্ঠান সোমবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় মৌলভীবাজার শহরের সৈয়ারপুরস্থ স্থানীয় শ্মশানঘাটে অনুষ্ঠিত হয়।
তিনি মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য, বাংলাদেশ মানবাধিকার কমিশন মৌলভীবাজার জেলা শাখার সভাপতি, মাসিক শ্রী গৌরবাণী পত্রিকার সম্পাদক, আমরা মাদক নিবারণ করি (আমরা মানিক) উপদেষ্টা সহ বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন।
মৌলভীবাজার জেলা জজ আদালতের বিজ্ঞ পিপি এডভোকেট রাধা পদ দেব সজল এর জ্যাষ্ট্য ভ্রাতা কিশোরী পদ দেব শ্যামল একজন শক্তিমান লেখক, গবেষক, সাংবাদিক, কবি, প্রতিথযশা সিনিয়র আইনজীবী হিসেবে সর্বমহলে পরিচিত ছিলেন।
0Shares