জগৎসী গ্রামে আগুনে পুড়ে বসতঘর ছাই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

প্রকাশিত: ১০:০৪ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৩

জগৎসী গ্রামে আগুনে পুড়ে বসতঘর ছাই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার আমতৈল ইউনিয়নের দেবাই জগৎসী গ্রামে আগুনে বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানাগেছে। মঙ্গলবার (১৪নভেম্বর ) রাতে ভানু বৈদ্য এর বসতঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এছাড়াও অজয় বৈদ্যর ঘর সহ আশেপাশের বসতঘরে আংশিক ক্ষতি হয় ।

ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক ভানু বৈদ্য জানান তার বসতঘরে আগুন কি ভাবে লেগেছে তিনি জানেনা। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে তাঁর দলিল পত্র, নগদ টাকা, স্বর্ণালংকার, টিভি, ফার্নিচারসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি। এদিকে আগুন লাগার খবর পেয়ে বুধবার ১৫ নভেম্বর ইউপি চেয়ারম্যান সুজিত দাস , উপজেলা নির্বাহী কর্মকর্তা , পুলিশ সদস্য ,স্থানীয় রাজনৈতিক নেত্রীবৃন্দ সহ আরো অনেকে সরেজমিনে পরিদর্শন করেন।

মৌলভীবাজার ফায়ার সার্ভিস অফিস সূত্রে জানা যায়- আগুন লাগার খবর পেয়ে রাত ১০ টা থেকে রাত ১১ টা পর্যন্ত একটি ইউনিট কাজ চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে । তিনি আরো জানান-বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারনা করা যাচ্ছে ।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ