জিন্দাবাজারে মিছিল থেকে সড়কে আগুন, পুলিশের ফাঁকা গুলি, আটক ৩

প্রকাশিত: ১০:১৪ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৩

জিন্দাবাজারে মিছিল থেকে সড়কে আগুন, পুলিশের ফাঁকা গুলি, আটক ৩

সোহেল আহমদ ::  আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ঠিক পূর্ব মূহূর্তে সিলেট নগরের জিন্দাবাজার এলাকায় মশাল মিছিল বের করে বিএনপি সর্মথকরা। এসময় পুলিশ তাদের ধাওয়া করলে উত্তেজনা দেখা দেয়।

এর আগে বিএনপি কর্মীরা মিছিল সহকারে জিন্দাবাজার সড়কে আসলে সেখানে রাস্তায় তারা আগুন জ্বালায় পরে ঐ এলাকায় যান চলাচলে বন্ধ হয়ে যায়। পরে পুলিশ খবর পেয়ে সেখানে এসে বিএনপি কর্মীদের ছত্রভঙ্গ করতে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে। এসময় ঘটনাস্থলে তিনজনকে আটক করে পুলিশ।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এমন ঘটনা ঘটে। এসময় আতংকে দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা।

জানা যায় সন্ধ্যা ৭ টায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার কথা। এর প্রায় আধঘন্টা পূর্বে নগরের বারুতখানা এলাকা থেকে মশাল মিছিল বের করে বিএনপির কর্মী সমর্থকরা। পরে জিন্দাবাজার পয়েন্টে এসে সড়কে আগুন ধরিয়ে দেন বিএনপি কর্মীরা। এর একটু পরেই পুলিশ তাদের ধাওয়া করে।

বিএনপি এক নেতা জানান, আমরা যখন রাস্তায়  মশাল মিছিল নিয়ে জিন্দাবাজারের দিকে অবস্থান করি তখন ছাত্রলীগের কিছু নেতাকর্মীরা আমাদের মিছিল দেখে সেখান থেকে সরে যায়। পরে এদের মধ্যে ভাতালিয়া এলাকার মো জামাল উদ্দিনের ছেলে মো.আসিফ আরমান নামে ছাত্রলীগ নেতা এবং পুলিশের সোর্স মোবাইলে ফোন করে  বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে  আমাদের শান্তিপূর্ণ মিছিলে হামলা চালায়।

সে মিছিল উপস্থিত থাকা বিএনপি নেতাকর্মীদের নাম পুলিশকে অবগত করে মো.আসিফ আরমান।

ঐ ঘটনায় পলিশ  দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে এতে বিএনপির মিছিল থেকে একজনকে ও পরে সন্দেহভাজন আরও দুজনকে আটক করা হয়েছে।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ