প্রকাশিত: ৩:৪০ পূর্বাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৩
আন্তর্জাতিক ডেস্ক :: এবারের দীপাবলি উৎসব ঘিরে ভারতের রাজধানী দিল্লিতে যে পরিমাণ মদ বিক্রি হয়েছে, তা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হচ্ছে— দীপাবলি উৎসব ঘিরে গত ১৮ দিনে ৩.০৪ কোটি বোতল মদ বিক্রি হয়েছে। এর মূল্য আনুমানিক ৫২৫.৮৪ কোটি রুপি; বাংলাদেশি মুদ্রায় যা ৭০০ কোটি টাকার কাছাকাছি।
শুক্রবার দীপাবলির দুই দিন আগে ১০ নভেম্বরের হিসেব বলেছে ওই দিন দিল্লিতে ১৮ লাখ ৮৯ হাজার ৯৬৯ বোতল মদ বিক্রি হয়েছে। গত বছর এই সংখ্যা ছিল ১৫ লাখ ৪ হাজার। শনিবার দীপাবলির এক দিন বিক্রি হয়েছে ২৭ লাখ ৮৩ হাজার ১৭৫ বোতল মদ। আগের বছর এই সংখ্যা ছিল ১৯ লাখ ৩৯ হাজার ৫৯৪।
সাধারণত অক্টোবর ও নভেম্বর মাসে বেশ কয়েক দিন মদের দোকান বন্ধ থাকে। আর তাই অনেকেই আগে থেকেই বেশি পরিমাণে মদ কিনে রেখে স্টক করে রাখেন। আর এর ফলেই দীপাবলির আগের সময়টাতে মদ বিক্রি বেড়ে যায়।
এ বছর ২০ অক্টোবর থেকে উৎসবের মৌসুম শুরু হয়েছে বলে ধরা হচ্ছে। এ মৌসুম ঘিরে ৫২৫.৮৪ কোটি টাকার মদ বিক্রি হয়েছে বলে জানিয়েছে আবগারি বিভাগ।
Address: 4th floor, Kaniz Plaza, Zindabazar, Sylhet 3100
isleworth, London. UK Mobile : +447438548379
Editor & Publisher : - Sohel Ahmed
Design and developed by AshrafTech