ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
রাজনগরে কুরআন প্রতিযোগিতায় জাবালে নূর ইন্টারঃ হিফযুল কুরআন মাদরাসা’র প্রথম স্থান অর্জন
প্রকাশিত: ৪:০৪ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২৩
সালেহ আহমদ (স’লিপক): মৌলভীবাজারের রাজনগর উপজেলা পর্যায়ে হিফযুল কুরআন প্রতিযোগিতায় তারাপাশা (শাপলা বাড়ি) জাবালে নূর ইন্টারন্যাশনাল হিফযুল কুরআন মাদরাসা প্রথম স্থান অর্জন করেছে।
বুধবার (১৫ নভেম্বর) রাজনগরে হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজিত হিফযুল কুরআন প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে জাবালে নূর মাদরাসা ১ম এবং ২য় স্থানসহ মোট ৬টি পুরুষ্কার অর্জন করেছে।
রাজনগর জামেয়া আনোয়ারুল কুরআন মাদরাসায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বরুণা মাদরাসার মুহাদ্দিস হাফিয মাওঃ আব্দুল বাছিতের সভাপতিত্বে অতিথি ছিলেন মাওঃ মাসউদ আহমদ, হাফেয আবু দারদা, মাওঃ আব্দুল্লাহ আল মামুন, হাফেয মাওঃ নুরে আলম প্রমুখ।
জাবালে নূর ইন্টারন্যাশনাল হিফযুল কুরআন মাদরাসার উপজেলা পর্যায়ে এ অর্জনে প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষক মাওলানা মুহাম্মদ ওলীউর রহমান সফলতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন এবং প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, পরিচালনা কমিটি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।