প্রকাশিত: ৩:৪৩ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২৩
ডায়াল সিলেট ডেস্ক :: সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে পাঁচ যাত্রী আহত হয়েছেন। তবে আহতদের কারও অবস্থা গুরুতর নয়। বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ সড়কে গোয়াইনঘাট উপজেলার সুন্দ্রাগাঁও নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে গোয়াইনঘাট থানার পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক (ইনচার্জ) নির্মল দেব এ তথ্য নিশ্চিত করে বলেন, লিমন পরিবহন নামের বাসটি রাতে ঢাকা থেকে রওয়ানা হয়ে কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ যাওয়ার পথে ঘটনাস্থলে পৌঁছামাত্র সড়কের পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে বাসের ১৬ জন যাত্রীর মধ্যে পাঁচ জন আহত হয়েছেন। তবে তাদের আঘাত গুরুতর নয়। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
চালকের তন্দ্রাচ্ছন্নতার কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে উল্লেখ করে তিনি বলেন, বাসটি উল্টে না যাওয়ায় যাত্রীরা প্রাণে বেঁচে যান। কোনো ক্ষয়ক্ষতিও হয়নি। বেলা দেড়টা পর্যন্ত দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করা হয়নি। অবশ্য বাসের মালিকপক্ষের সঙ্গে আলাপ হয়েছে, তারা যত তাড়াতাড়ি সম্ভব এসে বাসটি তুলে নেওয়ার কাজ শুরু করবেন।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech