প্রকাশিত: ১:০৮ পূর্বাহ্ণ, নভেম্বর ১৯, ২০২৩
ডায়াল সিলেট ডেস্ক :: মৌলভীবাজারের কমলগঞ্জে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে এক মণিপুরী মুসলিম (পাঙাল) পরিবারের বসতঘর।
গত শুক্রবার (১৭ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ১১টায় উপজেলার আদমপুর ইউনিয়নের জালালপুর গ্রামের মণিপুরি মুসলিম সম্প্রদায়ের মুজিবুর রহমানের টিনশেড ঘরে আগুন লেগে পরিবারের জীবিকা নির্বাহের একমাত্র সম্বল তাঁতে শাড়ি বোনার মেশিন, কাপড় চোপড়, নগদ টাকা, আসবাবপত্রসহ নিত্য ব্যবহার্য সব পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে রাতেই কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয় লোকজনদের সাথে আগুন নেভাতে সাহায্য করে। পরে কমলগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের লোকজন এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ।
স্থানীয় ইউপি সদস্য আজিম মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অগ্নিকান্ডের শিকার দরিদ্র এ পরিবারটি সর্বস্ব হারিয়ে এখন নি:স্ব হয়ে গেছে।
আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন তাৎক্ষণিক ইউনিয়ন পরিষদ তহবিল থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ পাঁচ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীন জানান, আদমপুর ইউপি চেয়ারম্যানের মাধ্যমে অগ্নিকান্ডের বিষয়টি জেনেছি।দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত সহায়তা প্রদান করা হবে।
Address: 4th floor, Kaniz Plaza, Zindabazar, Sylhet 3100
isleworth, London. UK Mobile : +447438548379
Editor & Publisher : - Sohel Ahmed
Design and developed by AshrafTech