মাতারকাঁপন গ্রামে তাল গাছের চারা বিতরণ

প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২৩

মাতারকাঁপন গ্রামে তাল গাছের চারা  বিতরণ

মনজু  চৌধুরী ::  মৌলভীবাজার সদর চাঁদনীঘাট ইউনিয়নের মাতার কাঁপন গ্রামে তালগাছ রোপণ করেন মহাপরিচালক ও অতিরিক্ত সচিব, কৃষি অধিদপ্তর, খামার বাড়ি ঢাকা  মোঃ মাসুদ করিম। ১৮ নভেম্বর শনিবার মৌলভীবাজার বিপণন কৃষি অধিদপ্তর এর আয়োজনে মহাপরিচালক ও বিপণন কৃষি অধিদপ্তর মৌলভীবাজার জেলায় আগমন উপলক্ষে  বৃক্ষ রোপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক  ড. উর্মি বিনতে সালাম ,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা  নাসরিন চৌধুরী,কৃষি বিপণন কর্মকর্তা (দা:প্রা:) টি. এম. মাহবুবুল হাসান,একাটুনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আবু সুফিয়ান,চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেনসহ সুশীল সমাজের নাগরিক বৃন্দা,সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।উল্লেখ্য,বজ্রপাত থেকে জীবন রক্ষায় উঁচু তালগাছের বিকল্প নেই।পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং বজ্রপাত থেকে রক্ষা পেতে সারাদেশে তালগাছের সংখ্যা বাড়াতে রাস্তার দু’পাশে কিংবা বাড়ির পরিত্যক্ত আনাচে-কানাচে ও পুকুর,ডোবা-নালার পাড়ে তালের আঁটি রোপণের জন্য ২০১৭ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দেন।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ