রাজনগরে এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ পালিত

প্রকাশিত: ১০:৫৪ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২৩

রাজনগরে এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ পালিত

ডায়াল সিলেট ডেস্ক :: মৌলভীবাজারের রাজনগর উপজেলায় এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ ২০২৩ পালিত  হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও র্যারী অনুষ্ঠিত হয়েছে। ২০ নভেম্বর (সোমবার) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রোমে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স কন্টেইনমেন্ট ভাইরাল হেপাটাইটিস ও ডায়রিয়া নিয়ন্ত্রণ কর্মসূচি এর আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সদ্য যোগদানকৃত রাজনগর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সৈয়দ শাহরিয়ার মাহমুদ। পরিসংখ্যানবিদ সুশীতল পালের সঞ্চালনায় বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ প্রিয়নাথ কর, ডাঃ হাছিম মাহতাব ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শরীফ নেয়ামত উল্লাহ ও রাজনগর প্রেসক্লাব সভাপতি আউয়াল কালাম বেগ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিদর্শক জয়নাল আবেদীন, চিরঞ্জীব দত্ত, সাংবাদিক আহমদউর রহমান ইমরান ও স্টোরকিপার অচিন্ত দেব প্রমুখ।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ