সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জে পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুলসহ ৮০ জনকে আসামি করে মামলা হয়েছে। এর মধ্যে নুরুলসহ ৪৫ জনের নাম উল্লেখ করা হয়েছে আর বাকি ৩৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

 

রবিবার রাত ১২টার দিকে সদর থানার এসআই মতিউর রহমান বাদী হয়ে এ মামলা করেন। এর আগে রাতেই ছাত্রদল কর্মী রাব্বিকে গ্রেপ্তার করে পুলিশ। রাব্বি শহরের আরপিন নগরের এনামুল হকের ছেলে।

 

রবিবার বেলা ১১টার দিকে শহরের পুরাতন বাসস্টেশনে হরতালের সমর্থনে মিছিল বের করতে চাইলে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে বিএনপি কর্মীদের ছোড়া ইটপাটকেলে একজন অতিরিক্ত পুলিশ সুপার ও সদর থানার ওসিসহ ৭ পুলিশ সদস্য ছাড়াও পুলিশের লেগুনা ও ডিবির গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।

 

পুলিশের শটগান ও টিয়ারশেলে ১১ বিএনপি নেতাকর্মী ও দু’জন সংবাদকর্মী আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১৮ রাউন্ড টিয়ারশেল এবং ২৪৮ রাউন্ড শটগানের গুলি ছোড়ে।

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *