ডায়াল সিলেট ডেস্ক : সরকারের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে আবারো একের পর এক অবরোধ ডেকেছে বিএনপি জামায়াত। এদিকে অবরোধকে কেন্দ্র করে সকল ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ও যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রুখতে সতর্ক অবস্থানে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

শহরে ও উপজেলার গুরুত্বপূর্ণ স্থানগুলিতে অবস্থান করতে দেখা গেছে আইন-শৃঙ্খলা বাহিনীকে। জোরদার করা হয়েছে টহল।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রেল স্টেশন, বাস স্ট্যান্ড সহ উপজেলার বিভিন্ন এলাকায় দেখা গেছে পুলিশ, বিজিবি ও আনসার বাহিনীর টহল। আইনশৃঙ্খলা বাহিনীর এই টহলে নেতৃত্ব দেন শ্রীমঙ্গলের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলী রাজিব মাহমুদ মিঠুন।
অবরোধকে কেন্দ্র করে কোন ধরনের সমস্যা রয়েছে কিনা শ্রীমঙ্গল রেল স্টেশনে আসা যাত্রীদের সাথে কথা বলে জানতে চান উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজীব মাহমুদ মিঠুন। এ সময় কোন প্রকার সমস্যার সম্মুখীন হচ্ছে না বলে জানান যাত্রীরা।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার পরিদর্শক (অপারেশন) তাপসচন্দ্র রায়, শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার মো. সাখাওয়াত হোসেন, বিজিবি’র একটি চৌকস দল এবং পুলিশ ও আনসার বাহিনীর  সদস্যরা।
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *