শ্রীমঙ্গলে ধান কাটা উদ্বোধন করলেন ডিসি

প্রকাশিত: ১১:৩২ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২৩

শ্রীমঙ্গলে ধান কাটা উদ্বোধন করলেন ডিসি

ডায়াল সিলেট ডেস্ক :  উৎসবমুখর পরিবেশে শ্রীমঙ্গলের ভাগলপুর গ্রামে রোপা আমন ধান কাটা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় মৌলভীবাজারের জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম ধান কাটা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। খরিপ-২/২০২৩-২৪ মৌসুমে ব্লক প্রদর্শনী স্হাপনের মাধ্যমে রোপা আমন ধানের সমলয়ে চাষাবাদের নিমিত্তে কৃষি প্রণোদনা কর্মসুচির আওতায় কম্বাই- হার্ভেস্টার যন্ত্রের সাহায়্যে উদ্বোধনের পর ধান কর্তন শুরু হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন। প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক সামছুদ্দিন আহমদ, অতিরিক্ত উপ-পরিচালক নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি, কালাপুর ইউপি চেয়ারম্যান মো. আবদুল মতলিব প্রমুখ। কৃষি অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা রকেন্দ্র শর্মার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মহিউদ্দিন। সমলয়ে রোপা আমন ধান কর্তন অনুষ্ঠানে এলাকার কৃষাণ-কৃষাণীসহ প্রায় তিন শতাধিক মানুষ উপস্হিত ছিলেন।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ