মৌলভীবাজারে রিইব এর উদ্যোগে তথ্য ও অধিকার আইন নিয়ে দু’দিনব্যাপি কর্মশালা ও সংলাপ অনুষ্ঠিত

প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২৩

মৌলভীবাজারে রিইব এর উদ্যোগে তথ্য ও অধিকার আইন নিয়ে দু’দিনব্যাপি কর্মশালা ও সংলাপ অনুষ্ঠিত

ডায়াল সিলেট ডেস্ক :: মৌলভীবাজারে রিসার্চ ইনেসিয়েটিভ বাংলাদেশ (রিইব) এর উদ্যোগে ৪০জন নারী পুরুষ নিয়ে তথ্য ও অধিকার আইন নিয়ে দু’দিনব্যাপি কর্মশালা ও সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ নভেম্বর) ন্যাশনাল ইনডোওয়েমিন্ট ফর ডেমোক্রেসি এর আয়োজনে মৌলভীবাজার সদর   উপজেলা কনফারেন্স হলে অনুষ্ঠিত সমাপনী দিনে কর্মশালায় তথ্য অধিকার আইন কানুন নিয়ে আলোচনা করেন রিইব এর কো-অর্ডিনেটর সহকারী পরিচালক ব্যরিস্টার রুহী নাজ।
সমাপনী দিন ২য় পর্বে অংশগ্রহণকারীদেরকে দলভিত্তিক ৫ দলে বিভক্ত করে মূল আলোচনার উপর কিছু দিকনির্দেশনামূলক তথ্যের উপর ভিত্তি করে পরীক্ষামূলক লিখতে বলা হলে, পেপারগুলো ব্যরিস্টার রুহী নাজের হাতে তুলে দেয়া হয়। অংশগ্রহণকারীরা তা পাঠ করে শোনান এবং  রুহী নাজ সকলের প্রশংসা করেন।
পরে মধ্যাহ্নভোজ শেষে অংশগ্রহণকারীদের হাতে উপহার সামগ্রী তুলে দিয়ে কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়।
প্রথমদিন শুক্রবার (২৪ নভেম্বর) শুরুতে স্বাগত বক্তব্য রাখেন রিইব এর মৌলভীবাজার সমন্বয়কারী জহর লাল দত্ত। শুভেচ্ছা বক্তব্য রাখেন দৈনিক আলোকিত নিউজ জেলা প্রতিনিধি সৈয়দ কামরুজ্জামান। বক্তব্য রাখেন দৈনিক ডেসটিনি পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি রিপন কান্তি ধর রুপক।
প্রথমার্ধের শুভেচ্ছা বক্তব্যের পর কর্মশালায় অংশগ্রহণকারীরা নিজ নিজ পরিচয় প্রধান করেন। ২য় পর্বে মূল আলচনা করেন ঢাকা সুপ্রিম কোর্টের ব্যরিস্টার রুহী নাজ।
0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ