মৌলভীবাজার-১ আসনে ৬ প্রার্থীর মনোনয়ন দাখিল

প্রকাশিত: ১০:৩৫ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২৩

মৌলভীবাজার-১ আসনে ৬ প্রার্থীর মনোনয়ন দাখিল

ডায়াল সিলেট ডেস্ক :: মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মনোনীত প্রার্থীসহ ৬ জন প্রার্থী বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে বৃহস্পতিবার বেলা আড়াইটায় দলীয় নেতাকর্মী ও সমর্থক নিয়ে সহকারি রিটার্নিং অফিসার ও ইউএনও সুনজিত কুমার চন্দের কার্যালয়ে মনোনয়ন জমা দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী বড়লেখা আওয়ামী লীগের সভাপতি শাহাব উদ্দিন এমপি। এসময় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, সাংগঠনিক সম্পাদক ও পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, জুড়ী উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে জাতীয় পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী উপজেলা জাতীয় পার্টির সভাপতি আহমেদ রিয়াজ সহকারি রিটার্নিং অফিসার ইউএনও সুনজিত কুমার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা দীপক কুমার রায়ের হাতে মনোনয়ন জমা দেন। এসময় উপজেলা জাতীয় পার্টির সহসভাপতি সুনাম উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক সুলেমান আহমদ, পৌর জাতীয় পার্টির সভাপতি মাসুদুর রহমান তাজ প্রমুখ উপস্থিত ছিলেন।
অন্যান্য প্রার্থীরা হলেন, তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী মো. আনোয়ার হোসেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী মো. উছমান গনী। স্বতন্ত্র প্রার্থী হিসেবে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ নেতা মো. ময়নুল ইসলাম ও ফারুক আহমদ মনোনয়ন জমা দিয়েছেন।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ