সড়ক দুর্ঘটনায় নিহত মোঃ রুয়েল বক্ত এর দাফন সম্পন্ন

প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২৩

সড়ক দুর্ঘটনায় নিহত মোঃ রুয়েল বক্ত এর দাফন সম্পন্ন
সালেহ আহমদ (স’লিপক): মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী মোঃ রুয়েল বক্ত (৩০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার (২৯ নভেম্বর) রাতে আদমপুর এলাকায় এ ঘটনাটি ঘটে। রুয়েল বক্ত কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়ন পরিষদের প্রাক্তন ভাইস চেয়ারম্যান নুরুল বক্ত এর পুত্র।
স্থানীয়রা জানান, মৌলভীবাজারে মাকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে আদমপুর ইউনিয়নে সংলগ্নস্থানে তাদের সিএনজি অটোরিকশা দুর্ঘটনাকবলিত হয়। এতে রুয়েল বক্ত গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কমলগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী  ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় শ্রীপুর কবরস্থান সংলগ্ন মাঠে জানাজার নামাজ শেষে তাকে শ্রীপুর কবরস্থানে দাফন করা হয়।
0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ