শ্রীমঙ্গলে পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

প্রকাশিত: ১১:৩৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২৩

শ্রীমঙ্গলে পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

শ্রীমঙ্গল প্রতিনিধি ॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুকুরের পানিতে ডুবে মাহাদি হাসান ইমন নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার আশিদ্রোন ইউনিয়নের ২নং ওয়ার্ডের বিলাশের পাড় গ্রামে এ ঘটনা ঘটে।
শিশু মাহাদি হাসান ইমন ওই গ্রামের রিপন মিয়ায় ছেলে। স্থানীয় ইউপি সদস্য মো. মতিন মিয়া বলেন , শিশুটির মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সে বাইরে খেলছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা। কোথাও না পেয়ে বাড়ির পুকুরে মাহাদি হাসান ইমন কে ভাসতে দেখেন। পরে তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল সরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ