প্রকাশিত: ২:৫৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২৩
মনজু বিজয় চৌধুরী: ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে সংসদ সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়া আলহাজ নজরুল ইসলাম দুলাল বিশ্বাসের বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এতে জনতার ঢল নামে। মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে ঝিনাইদহ শহর থেকে গাড়িবহর নিয়ে শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজ মাঠে যান তিনি। এ সময় জেলা ও উপজেলা আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন। তার উপস্থিতির খবরে শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজ মাঠে জড়ো হন স্থানীয়রা। উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌরসভার হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে তাকে এ গণসংবর্ধনা দেওয়া হয়। নেতাকর্মীরা তাকে ফুলের মালা পরিয়ে সংবর্ধনা জানান।
শৈলকুপা পৌর মেয়র কাজী আশরাফুল আজমের সভাপতিত্বে গণসংবর্ধনায় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহসভাপতি সরোয়ার জাহান বাদশা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আজাদ রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা আরিফ রেজা মন্নু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুলফিকার কাইসার টিপু, আশরাফুল ইসলাম খোকন, নিত্যানন্দনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফারুক হোসেন বিশ্বাস, ত্রিবেনী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম।এ ছাড়া উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম টুলু, কাঁচের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী বাবলু জোয়ার্দার, ধলহরাচন্দ্র ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চাঁদ আলী বিশ্বাস, আবাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন বিশ্বাস, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাজিব বাহাদুর, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, পৌর মৎস্যজীবী লীগের সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান পাতা প্রমুখ উপস্থিত ছিলেন।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech