সালেহ আহমদ (স’লিপক): সিলেটের সিলাম ইউনিয়ন রাজমিস্ত্রি উন্নয়ন পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা শুক্রবার (১ ডিসেম্বর) রাতে দক্ষিণ সুরমার নিজ সিলামস্থ অভিনেতা সাহেদ মোশারফ কটাই মিয়ার বাসভবন ভাঙ্গনে অনুষ্ঠিত হয়।

পরিষদের সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে ও সহ-সভাপতি সিলাম ইউপির সদস্য আহমদ আলীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক মতিউর রহমান মতি। প্রধান বক্তা ছিলেন পরিষদের প্যানেল চেয়ারম্যান এ জেড রওশন জেবিন রুবা।

বক্তব্য রাখেন, নূর জাহান মহিলা ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা লাউয়াই ফাউন্ডেশনের সভাপতি ডাঃ মিফতাহ উল হোসেন সুইট, কাজী জালাল উদ্দিন গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুল খালিক, সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য রোকশানা বেগম, সিলেট প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য ও দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাজী এম. আহমদ আলী, সিলাম ইউপি চেয়ারম্যান শাহ্ ওলিদুর রহমান, সাবেক চেয়ারম্যান ইকরাম হোসেন বখত, লাউয়াই ফাউন্ডেশনের উপদেষ্টা নজমুল ইসলাম খসরু, বঙ্গবীর রোড বদরুল ট্রেডার্স এর স্বত্বাধিকারী আতাউর রহমান আতা, পশ্চিম লাউয়াই ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও বঙ্গবীর রোডের ব্যবসায়ী মোঃ লোকমান আহমদ, বিশিষ্ট অভিনেতা সাহেদ মোশারফ কটাই মিয়া প্রমুখ।

শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফিজ মাওলানা নিজাম উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন, সহ-সভাপতি মোঃ আবু হানিফ, বশির খান, মহিলা মেম্বার আছমা বেগম।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *