দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪০ আসনে প্রার্থী দিয়েছে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ

প্রকাশিত: ১০:৪৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪০ আসনে প্রার্থী দিয়েছে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ
সালেহ আহমদ (স’লিপক): মহান মুক্তিযুদ্ধের স্বপক্ষে সুফিবাদী গণমানুষের আস্থার ঠিকানা বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআ’ত এর একক রাজনৈতিক সংগঠন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ (নিবন্ধন নং ৩০,  মার্কা- চেয়ার) এর পক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ৪০টি আসনে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।
দলের চেয়ারম্যান আল্লামা সৈয়দ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী সংসদীয় আসন ২৬৪ চাঁদপুর-০৫ (শাহরান্তি-হাজিগঞ্জ) এবং মহাসচিব আবুল বাশার মুহাম্মদ জয়নুল আবেদীন (জুবাইর) সংসদীয় আসন ২৮৭ চট্টগ্রাম-১০ (হালিশহর-ডবলমুরিং) ও সংসদীয় আসন ২৮৮ চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
শনিবার (২ ডিসেম্বর) দলীয় প্যাডে মহাসচিব আবুল বাশার মুহাম্মদ জয়নুল আবেদীন (জুবাইর) কর্তৃক স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে ৪০ প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর ৪০ প্রার্থীদের অন্যান্যরা হলেন-
সৈয়দ মুহাম্মদ ফরিদ উদ্দীন সংসদীয় আসন ২৮৫ চট্টগ্রাম-০৮ (বোয়ালখালী), স. ম. জাফর উল্লাহ সংসদীয় আসন ২৮৩ চট্টগ্রাম-০৬ (রাউজান), মাওলানা মোহাম্মদ সেলিম প্রধান সংসদীয় আসন ২৬৪ চাঁদপুর-০১ (কচুয়া), সৈয়দ মুহাম্মদ হামেদ হোসাইন সংসদীয় আসন ২৯০ চট্টগ্রাম-১৩ (আনোয়ারা), মুহাম্মদ ওয়াহেদ মুরাদ সংসদীয় আসন ২৮৬ চট্টগ্রাম-০৯ (বাকলিয়া-কোতোয়ালী), কাজি মুহাম্মদ জসীম উদ্দীন সংসদীয় আসন ২৮৯ চট্টগ্রাম-১২ (পটিয়া), মোঃ মোজাম্মেল হোসেন সংসদীয় আসন ২৮১ চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড-পাহাড়তলী-অকবর শাহ্-খুলশী), মীর মুহাম্মদ আবু বাকার সংসদীয় আসন ২৫৭ কুমিল্লা-০৯ (লাকসাম-মনোহরগঞ্জ), সৈয়দ হাফেজ আহমদ সংসদীয় আসন ২৮২ চট্টগ্রাম-০৫ (হাটহাজারী), আহমদ রেজা সংসদীয় আসন ২৮৪ চট্টগ্রাম-০৭ (রাঙ্গুনীয়া), এড. মীর ফেরদৌসুল আলম সেলিম সংসদীয় আসন ২৭৯ চট্টগ্রাম-০২ (ফটিকছড়ি), আবদুল মান্নান সংসদীয় আসন ২৭৮ চট্টগ্রাম-০১ (মিরসরাই), জিয়াউর রহমান জিয়া সংসদীয় আসন ২৯৫ কক্সবাজার-০২ (মহেশখালী-কুতুবদিয়া), মুহাম্মদ আবুল হোসাইন সংসদীয় আসন ২৯১ চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক), মুহাম্মদ আব্দুর রহিম আজাদ সংসদীয় আসন ২৮০ চট্টগ্রাম-০৩ (সন্দ্বীপ), এনামুল হক সংসদীয় আসন ০২৩ রংপুর-০৫ (মিঠাপুকুর), আব্দুল মালেক আশরাফী সংসদীয় আসন ২৯৩ চট্টগ্রাম-১৬ (বাঁশখালী), মুহাম্মদ আবু নাছির সংসদীয় আসন ২৭৬ ফেনী-০৩ (দাগনভূঁইয়া-সোনাগাজী), মুহাম্মদ মোরশেদ আলম সংসদীয় আসন ২৬৭ লক্ষ্মীপুর-০২ (সদর আংশিক-রায়পুর), শিমুল হোসেন সংসদীয় আসন ২৫২ কুমিল্লা-০৪ (দেবীদ্বার), মুহাম্মদ সাজ্জাদুল হোসেন ফারুকী সংসদীয় আসন ২৫১ কুমিল্লা-০৩ (মুরাদনগর), মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মোরাদ সংসদীয় আসন ২৩৯ হবিগঞ্জ-০১ (নবীগঞ্জ-বাহুবল), আব্দুল হামিদ সংসদীয় আসন ২৪০ হবিগঞ্জ-০২ (বানিয়াচং-আজমিরিগঞ্জ), এম. এ. ওয়াহেদ সংসদীয় আসন ২৪১ হবিগঞ্জ-০৩ (হবিগঞ্জ-লাখাই), মুফতি এম.এম মুমিন সংসদীয় আসন ২৪২ হবিগঞ্জ-০৪ (চুনারুঘাট-মাধবপুর), মুহাম্মদ আল আমিন দেওয়ান সংসদীয় আসন ১৯৮ গাজীপুর-০৫ (কালিগঞ্জ), মুহাম্মদ আমির হোসেন সংসদীয় আসন ১৯৫ গাজীপুর-০২ (সদর-টঙ্গী), মাওলানা শাহ্ আলম সংসদীয় আসন ২৬৮ নোয়াখালী-০১ (চাটখিল), মাওলানা আব্দুল আলিম সংসদীয় আসন ২০৮ নোয়াখালী-০৪ (সদর-সুবর্ণচর), অধ্যক্ষ মাওলানা শামসুদ্দোহা সংসদীয় আসন ২৭২ নোয়াখালী-০৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট), শহীদুর রহমান সংসদীয় আসন ১৭২ মুন্সিগঞ্জ-০২ (টঙ্গিবাড়ী-লৌহজং), খাদেম রাসুল বাবুল সংসদীয় আসন ১৭৩ মুন্সিগঞ্জ-০৩ (গজারীয়া-সদর), মাওলানা শহিদুল ইসলাম আবেদী সংসদীয় আসন ২০৪ নারায়ণগঞ্জ-০১ (রূপগঞ্জ), মোঃ হাবিবুর রহমান হাবিব সংসদীয় আসন ২০৭ নারায়ণগঞ্জ-০৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ), এড. এ.এস.এম একরামুল হক সংসদীয় আসন ২০৮ নারায়ণগঞ্জ-০৫ (বন্দর), অধ্যাপক বাবুল আক্তার বাদশা সংসদীয় আসন ০৭৬ কুষ্টিয়া-০২ (মিরপুর-ভেড়ামারা) এবং আবু জাফর মুহাম্মদ হাবিবুল্লাহ সংসদীয় আসন ১৭৮ ঢাকা-০৫ (ডেমরা)।
0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ