রাজনগরে প্রতিবন্ধী দিবস উদযাপন

প্রকাশিত: ১০:৪৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২৩

রাজনগরে প্রতিবন্ধী দিবস উদযাপন

ডায়াল সিলেট ডেস্ক :: মৌলভীবাজারের রাজনগরে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন করা হয়েছে।
রবিবার (৩ ডিসেম্বর) রাজনগর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার মিতার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান খান।
প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট (ফিজিও) আব্দুল কাদেরের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন- প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মাসুদ রানা।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহরিয়ার মাহমুদ, রাজনগর সরকারি কলেজের সিনিয়র শিক্ষক শাহানারা রুবি প্রতিবন্ধী কিশোর মিসবাউর রহমান সিয়াম প্রমুখ।
আলোচনা সভায় রাজনগর থানার ওসি ‘র প্রতিনিধি এহসানুল হক, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা, খাদ্য পরিদর্শক সহ বিভিন্ন দপ্তরের কর্মচারি ও সেবাকেন্দ্রের সেবা গ্রহীতা প্রতিবন্ধী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ