প্রকাশিত: ১১:২৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২৩
মনজু বিজয় চৌধুরী: ঝিনাইদহের শৈলকুপা পৌর এলাকার ঝাউদিয়া গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কাবিল শেখের পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী নজরুল ইসলাম দুলাল বিশ্বাস। তিনি জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বিশ্বাস বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক।
এ সময় পৌর মেয়র কাজী আশরাফুল আজম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা আরিফ রেজা মন্নু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি অ্যাড. আজাদ রহমানসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ফেরার পথে কিডনি রোগে আক্রান্ত ঝাউদিয়া গ্রামের বৈরাগীপাড়ার জীবনকে ওষুধ কেনার জন্য আর্থিক সহায়তা করেন। মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকেলে তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করে আর্থিক সহায়তা প্রদান করেন।
গরিবের বন্ধু ও দানবীর খ্যাত আলহাজ নজরুল ইসলাম দুলাল এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় এরইমধ্যে সাধারণ মানুষের মাঝে ব্যাপক আলোচনার ঝড় উঠেছে। তিনি ভোটারদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন। বিপুল ভোটের ব্যবধানে তিনি এমপি হিসেবে জয়লাভ করবেন বলে কর্মী-সমর্থকদের দাবি।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech