মার্কেট কর্মচারীর লাশ উদ্ধার

প্রকাশিত: ৮:১১ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২৩

মার্কেট কর্মচারীর লাশ উদ্ধার

ডায়াল সিলেট ডেস্ক :: মৌলভীবাজারের জুড়ীতে আব্দুস ছালাম (৫০) নামে এক মার্কেট কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলাশহরের ভবানীগঞ্জ বাজারস্থ জুড়ী নিউ মার্কেট-এর দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে পুলিশ লাশ উদ্ধার করে।
ছালাম পশ্চিম জুড়ী ইউনিয়নের পশ্চিম হরিরামপুর জাকেরনগরের মৃত রজব আলী কালা মিয়ার ছেলে। নিউ মার্কেটের কেয়ারটেকার হিসাবে দীর্ঘদিন ধরে কাজ করছিলেন।
জুড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাত দন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে আইনত ব্যবস্থা নেয়া হচ্ছে।

 

 

 

 

 

 

 

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ