শ্রীমঙ্গলে ১৭ টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য খেলার সামগ্রী বিতরণ

প্রকাশিত: ৯:১৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২৩

শ্রীমঙ্গলে ১৭ টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য খেলার সামগ্রী বিতরণ

ডায়াল সিলেট ডেস্ক :: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলাধীন সিন্দুরখান ইউনিয়নের ১৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর জন্য খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়েছে।

সিন্দুরখান ইউনিয়ন পরিষদের আয়োজনে বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুরে সিন্দুরখান ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের তহবিল থেকে শিক্ষকদের হাতে ক্যারাম বোর্ড, ফুটবল, ক্রিকেট ব্যাটসহ খেলাধুলার বিভিন্ন ধরনের সামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন।

সিন্দুরখান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াছিন আরাফাত রবিনের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা প্রকৌশলী মো. ইউসুফ হোসেন খান, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল হাসনাত জহিরুল ইসলাম ভূঁইয়া, সিন্দুরখান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আছিদ আলী।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের নারী- পুরুষ ইউপি সদস্য, খেলাধুলার সামগ্রী গ্রহণকারী ১৭ টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ