আ.লীগের নির্বাচন পর্যবেক্ষক কমিটির বিভাগীয় সমন্বয়ক কুলাউড়ার সাদরুল

প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২৩

আ.লীগের নির্বাচন পর্যবেক্ষক কমিটির বিভাগীয় সমন্বয়ক কুলাউড়ার সাদরুল

ডায়াল সিলেট ডেস্ক ::  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ক্ষমতাসীন আওয়ামী লীগের গঠিত সিলেট বিভাগীয় উপকমিটির সমন্বয়কের দায়িত্ব পেয়েছেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কৃতী সন্তান, বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমিটির সদস্য, সাবেক ডেপুটি সার্জেন্ট-অ্যাট আর্মস ও স্কোয়াড্রন লীডার (অব.) সাদরুল আহমেদ খান। শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

এ ছাড়া অন্যান্য বিভাগ ও মহানগরের দায়িত্বপ্রাপ্তরা হলেন- ঢাকা বিভাগে আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাঁপা, চট্টগ্রাম বিভাগে আওয়ামী লীগের ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মো. আমিনুল ইসলাম, রাজশাহী বিভাগে মেরিনা জাহান কবিতা এমপি, খুলনা বিভাগে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি সদস্য পারভীন জামান কল্পনা, রংপুর বিভাগে সফুরা বেগম রুমি এমপি, ময়মনসিংহ বিভাগে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি সদস্য রেমন্ড আরেং ও বরিশাল বিভাগে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি সদস্য আনিসুর রহমান।

ঢাকা (দক্ষিণ) মহানগরে মেয়র শেখ ফজলে নূর তাপস, ঢাকা (উত্তর) মহানগরে মেয়র মো. আতিকুল ইসলাম, চট্টগ্রাম মহানগরে মাহমুদ সালাহউদ্দিন চৌধুরী, রাজশাহী মহানগরে কোহেলী কুদ্দুস মুক্তি, খুলনা মহানগরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য গ্লোরিয়া ঝর্ণা সরকার এমপি, সিলেট মহানগরে অধ্যাপক জাকির হোসেন, ময়মনসিংহ মহানগরে গোলাম ফেরদৌস জিল্লু, রংপুর মহানগরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, নারায়ণগঞ্জ মহানগরে অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল ও গাজীপুর মহানগরে অ্যাডভোকেট মো. আজমত উল্লা খান।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিভিন্ন দেশ থেকে বাংলাদেশ আসা পর্যবেক্ষক ও দেশীয় পর্যবেক্ষক সংস্থাকে সমন্বয় করার জন্য তারা কাজ করবেন।

সিলেট বিভাগীয় সমন্বয়ক সাদরুল খান জানান, অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ জিয়া উদ্দিনের নেতৃত্বে গঠিত এই কমিটির সদস্য সংখ্যা ৪৬ জন। ২০১৭ সালে বাংলাদেশে অনুষ্ঠিত আইপিইউ এবং সিপিএ শীর্ষ সম্মেলনের চিফ লিয়াজো অফিসার ছিলেন তিনি। সেই অভিজ্ঞতা বিবেচনায় তাকে এই কমিটিতে স্থান দেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ