কমলগঞ্জে বাসার সামনে থাকা বাসে রহস্যজনক আগুন

প্রকাশিত: ৬:২২ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২৩

কমলগঞ্জে বাসার সামনে থাকা বাসে রহস্যজনক আগুন

ডায়াল সিলেট ডেস্ক ::  মৌলভীবাজারের কমলগঞ্জে বাসার সামনে থাকা বাসে রহস্যজনকভাবে আগুন লেগেছে। বাস মালিকের দাবি, গত এক মাস ধরে বাসটি বন্ধ ছিল। হয়তো শর্ট সার্কিট হতে আগুন লাগতে পারে।

পুলিশসহ স্থানীয়রা পানি দিয়ে আগুন নিয়ন্ত্রনে আনলে এর আগেই বাসটির ভিতরে কয়েকটি সিট পুড়ে যায়। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় উপজেলার শমশেরনগর লামাবাজারে। বাসটির মালিক লামাবাজার এলাকার হাজী মনসুর আলী।

পুলিশ ও বাস মালিক জানান, শমশেরনগর লামা বাজারের হাজী মনসুর আলীর ৩টি বাস বিএনপির ডাকা অবরোধ শুরু হবার পর হতে নিজ বাসার সামনের রাস্তায় বন্ধ অবস্থায় রয়েছে।

গত বৃহস্পতিবার রাত ৯টায় হঠাৎ বাসে আগুন দেখতে পান স্থানীয়রা। বাসার ভিতর হতে বের হয়ে আসেন লোকজন। আগুন ততক্ষনে ভিতরে দাউ দাউ করে জ্বলে উঠে। স্থানীয় দোকানদারসহ এলাকাবাসী ছুটে এসে দোকান ও বাসার পাইপ লাইনের পানি ব্যবহার করে ১০/১৫ মিনিটের মধ্যে আগুন নিযন্ত্রনে আনেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। আগুনে বাসের ভিতরের কয়েকটি সিট পুড়ে গেছে। তবে স্থানীয়রা অনেকেই আগুন লাগার বিষয়টি রহস্যজনক মনে করছেন। বৃষ্টির দিনে কিভাবে শর্ট সাকির্ট হবে এটা তাদের প্রশ্ন। বাসটি স্টার্ট অবস্থায়ও ছিল না।

আলাপকালে বাসের মালিক হাজী মনসুর বলেন, বাসটি বন্ধ ছিল। কিভাবে আগুন লেগেছে দেখেননি। তবে মনে করছেন হয়তো ব্যাটারির শর্ট সার্কিট হতে লাগতে পারে। কোনো নাশকতা কি না এ প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি আগুন লাগার বিষয়টি দেখিনি।

শমসেরনগর পুলি ফাঁড়ির ইনচার্জ ওসি (তদন্ত) শামীম আকনজী বলেন, কোনো নাশকতা নয়। মালিকের দাবী বন্ধ থাকায় হয়তো শর্ট সার্কিট হতে পারে। তারপরও বিষয়টি তদন্ত করা হবে।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ