প্রকাশিত: ১:২৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২৩
ডায়াল সিলেট ডেস্ক :: সংসদ নির্বাচনের আগ মূহূর্তে দেশের ৩৩৮ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলির অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। এ মধ্যে সিলেট বিভাগের ২৬ টি থানা রয়েছে। বৃহস্পতিবার এ অনুমোদন দেওয়া হয়েছে।
জানা গেছে- সিলেট বিভাগের ২৬ থানার েধ্যে মৌলভীবাজার সদর থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরীকে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) শাহপরাণ থানায়, মৌলভীবাজারের বড়লেখা থানার ওসি মো. ইয়ারদৌস হাসানকে এসএমপি’র দক্ষিণ সুরমা থানায়, জুড়ী থানার ওসি মোহাম্মদ মোশাররফ হোসেনকে এসএমপি’র মোগলাবাজার থানায়, এসএমপি’র এয়ারপোর্ট থানার ওসি মোহাম্মদ মঈন উদ্দিনকে কোতোয়ালি থানায়, সুনামগঞ্জের ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমানকে এসএমপি’র জালালাবাদ থানায়, হবিগঞ্জের লাখাই থানার ওসি মোহাম্মদ নুনু মিয়াকে এসএমপি’র এয়ারপোর্ট থানায়, সিলেটের গোয়াইনঘাট থানার ওসি কে এম নজরুল ইসলামকে মৌলভীবাজার সদর মডেল থানায়, গোলাপগঞ্জ মডেল থানার ওসি মো. রফিকুল ইসলামকে গোয়াইনঘাট থানায়, কানাইঘাট থানার ওসি গোলাম দস্তগীর আহমেদকে কোম্পানীগঞ্জ থানায়, ওসমানীনগর থানার ওসি মাছুদুল আমিনকে গোলাপগঞ্জ মডেল থানায়, হবিগঞ্জের চুনারুঘাট থানার ওসি রাশেদুল হককে সিলেটের ওসমানীনগর থানায়, মৌলভীবাজারের কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেককে রাজনগর থানায়, এসএমপি’র জালালাবাদ থানার ওসি সাইফুল আলমকে মৌলভীবাজারের কমলগঞ্জ থানায়, মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার ওসি মো. জাহাঙ্গীর হোসনে সরদারকে সিলেটের কানাইঘাট থানায়, মৌলভীবাজারের রাজনগর থানার ওসি বিনয় ভূষন রায়কে শ্রীমঙ্গল থানায়, কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তীকে বড়লেখা থানায়, এসএমপি’র কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদকে মৌলভীবাজারের কুলাউড়া থানায়, এসএমপি’র মোগলাবাজার থানার ওসি এসএম মাইন উদ্দিনকে মৌলভীবাজারের জুড়ী থানায়, সুনামগঞ্জের শাল্লা থানার ওসি মো. আমিনুল ইসলামকে জগন্নাথপুর থানায়, জগন্নাথপুর থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমানকে শাল্লা থানায়, সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরীকে দিরাই থানায়, শান্তিগঞ্জ থানার ওসি মো. খালেদ চৌধুরীকে সুনামগঞ্জ সদর মডেল থানায়, দিরাই থানার ওসি কাজী মোক্তাদির হোসেনকে শান্তিগঞ্জ থানায়, এসএমপি’র দক্ষিণ সুরমা থানার ওসি মো. শামসুদ্দোহা (পিপিএম)-কে সুনামগঞ্জের ধর্মপাশা থানায়, সিলেটের কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায়কে হবিগঞ্জের চুনারুঘাট থানায় এবং এসএমপি’র শাহপরাণ থানার ওসি মো. আবুল খায়েরকে হবিগঞ্জের লাখাই থানায় বদলি করা হয়েছে।
এর আগে নির্বাচন কমিশনের নির্দেশনার পরিপ্রেক্ষিতে দেশের বেশিরভাগ থানার ওসিদের পর্যাক্রমে বদলির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিলো নির্বাচন কমিশন (ইসি)। সেই ধারাবাহিকতার অংশ হিসেবে বুধবার ৩৩৮ থানার ওসিকে বদলির তালিকা ইসিতে পাঠায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বৃহস্পতিবার সে তালিকা প্রকাশ করা হয়।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech