প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২৩
ডায়াল সিলেট ডেস্ক :: মৌলভীবাজারেরর শ্রীমঙ্গলে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন করা হয়েছে। এ দিবস উপলক্ষে পতাকা উত্তোলন, মানববন্ধন আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ ডিসেম্বর) উপজেলা পরিষদ প্রাঙ্গনে দুর্নীতি দমন কমিশন দুদকের সহযোগিতায় উপজেলা প্রশাসন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) শ্রীমঙ্গল ও সচেতনা নাগরিক কমিটি সনাক (টিআইবি) আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজী মাহমুদ মিঠুন এর সভাপতিতে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এর সদস্য সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতীক কমিটির সহ-সভাপতি উপজেলা দুর্নীতির প্রতিরোধ কমিটির সহসভাপতি আবু নাসের মোহাম্মদ ওয়াহিদুজ্জামান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব বেভুল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, সচেতন নাগরিক কমিটির সনাকের সভাপতি দিপেন্দ্র ভট্টাচার্য,মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার কুমুদ রঞ্জন দেব, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কর্ণ চন্দ্র মল্লিক, জেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার, দুপ্রক সদস্য সাংবাদিক মোঃ কাওসার ইকবাল ও সনাক সদস্য কাজী আসমা আক্তার প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি)সন্দীপ সন্দীপ তালুকদার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র আবাসিক কর্মকর্তা পার্থ সিংহ, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার বর্ধন, যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি দুপ্রকের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুর রউফ তালুকদার প্রমুখ সহ সনাক, দুপ্রক, ইয়েস, শিক্ষক, শিক্ষার্থী, সরকারি বি়ভিন্ন অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণীর পাশের মানুষ উপস্থিত ছিলেন।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech